শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী উন্নয়ন সংস্থা চালু করছে গৃহকর্মীদের জন্য ডে-কেয়ার

জাফরুল অালম : নিম্নবিত্ত নারী তথা গৃহকর্মীদের সন্তানরা প্রতিনিয়ত অবহেলা অযত্নে লালিতপালিত হয়। সংসার, সন্তান, বাজার, রান্নাবান্না সামলিয়ে অভাবের সংসারে যোগান দিতে বাসাবাড়িতে কাজ করেন তারা। কিন্তু সন্তানদের নিরাপদে রাখার কোথাও জায়গা নেই। তাই রাজধানীর গোড়ান এলাকায় বেসরকারি উদ্যোগে ১ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে 'চাইল্ড অফ হোম লেবর ডে-কেয়ার সেন্টার।'

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক অালোচনা সভায় ডে-কেয়ার চালুর ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান লাবনী মজুমদার।

বক্তারা বলেন, বর্তমানে ঢাকাসহ দেশে যে ক'টি ডে কেয়ার সেন্টার রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে নিম্নবিত্তদের জন্য সেটা অসাধ্য। ডে-কেয়ারের মাধ্যমে গৃহকর্মী নারীরা তাদের সন্তানদের এখানে রেখে কর্মস্থলে যেতে পারছেন।

তারা বলেন, গৃহকর্মী নারীদের বাচ্চারা যেন অযত্নে না থাকেন তাই তাদেরকে নিরাপদে রাখতেই অামাদের এই উদ্যোগ। বক্তারা অারও বলেন, এর ফলে এসব নিম্নবিত্ত মায়েদের বাচ্চারা সহজেই নষ্ট হবার সুযোগ থাকবে না। তাদের জন্য শিক্ষার পাশাপাশি পোষাক পরিচ্ছদের ব্যবস্থা রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিল্লাল হোসেন বলেন, গৃহকর্মীদের জন্য শুধু ডে-কেয়ার চালু করলেই হবে না। শিক্ষার পাশাপাশি তাদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে গৃহকর্মীরা তাদের সন্তানদের এখানে নিরাপদে রাখার সুযোগ পাবেন।

শিশু ও নারী উন্নয়ন সংস্থা অায়োজিত সভায় সংগঠনের সভাপতি লাবনী মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুক্তিযোদ্ধা খান অাবুল বাশার, কে এম অাসাদুজ্জামান, জাকির হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়