Skip to main content

টান

সেই নির্জন বনের প্রান্তে শান্ত দিঘির জলে অবগাহনের পূর্ণসুখে বিমোহিত হই ভ্রমরকালো চোখের ইশারায়।  

সিক্ত আঁচল বেয়ে

টুপটাপ ঝরে পড়া জল

পথের ধুলোয় ক্ষত আঁকে।

দূর্বাঘাস এবার বলে,

আমারো ডগায় মুক্তো হাসবে

সূর্য সঙ্গম যদি চায়।

  উঠোনের পাকা আল্পনায় পোড়া ছাপ পাহাড়ি তাঁতের ভাঁজ খোলা শাড়ি পুরোনো কিছু কাগজ কিছু পুরোনো আলাপ।