শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১কোটি ১৪লাখ টাকা

আমিন মুনশি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১কোটি ১৪লাখ টাকা পাওয়া গেছে। প্রায় তিনমাস পর শনিবার (১৩ অক্টোবর) সকালে দানবাক্সের মোট পাঁচটি সিন্দুক খোলা হলে এ পরিমাণ টাকা পাওয়া যায়। এ সময় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, ‘তিন মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার তিন মাস ছয়দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। সবার উপস্থিতিতে আমরা সিন্দুক খুলে টাকা গণনা করেছি। গণনা শেষে প্রাপ্ত টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। যে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে তা আগের স্বর্ণালঙ্কারের সঙ্গে যোগ করে ব্যাংকে ভল্টে রেখে দেওয়া হয়েছে। এ ছাড়া, দানে পাওয়া গবাদি পশু নিলামে বিক্রি করা হবে।’

জানা গেছে, এর আগে মসজিদটির দানবাক্স খুললে প্রতিবারেই কোটি অংকের সমান টাকা পাওয়া যায়। সর্বশেষ গত ৭ জুলাই ৮৮লাখ ২৯হাজার ১৭টাকা পাওয়া গিয়েছিল।

পাগলা মসজিদের অবস্থান কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে । এ মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র দান করে থাকেন। ইতোমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এ মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ ছাড়াও বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়