শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ ইস্যুতে বিপাকে রোনালদো- আইনি ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : ধর্ষণ ইস্যুতে বিপাকে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ ক্রমশ জটিল হচ্ছে। মার্কিনি মডেল ক্যাথরিন মায়োরগা বলেছিলেন, ২০০৯ সালের ১৩ জুন লাস ভেগাসের হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন। পর্তুগিজ মহাতারকা এ অভিযোগ অস্বীকার করলেও পরে জানা গেছে, ২০১০ সালে মুখ না খোলার শর্তে ক্যাথরিনকে মোটা অর্থ দেওয়া হয়েছিল।

বিভিন্ন সূত্রের দাবি, ওই অর্থ দিয়েছিলেন রোনালদো নিজেই। পর্তুগালের একটি সংবাদপত্র ‘কোরেইও দা মানহা’ দাবি করেছে, আদালতের বাইরে অর্থের বিনিময়ে ব্যাপারটা মিটমাট করে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদই চাপ তৈরি করেছিল রোনালদোর ওপর। কারণ, ওই সময়ে রোনালদো রিয়ালে যোগ দিয়েছেন এবং এই ঘটনা জানাজানি হলে রিয়ালের ভাবমূর্তি নাকি ক্ষতিগ্রস্ত হত।

এই খবরে ব্যাপক চটেছেন রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তারা ‘কোরেইও দা মানহা’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, সম্পূর্ণ ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর ফলে ক্লাবের ভাবমূর্তি খুবই খারাপ হতে পারে। ক্রিশ্চিানো রোনালদোকে নিয়ে ওই ঘটনার কিছুই জানে না রিয়াল মাদ্রিদ। ফলে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রোনালদো–ক্যাথরিন কা- প্রথম প্রকাশ করেছিল জার্মানির একটি সাপ্তাহিক ম্যাগাজিন। তারা কিছু তথ্য প্রকাশ করেছিল, যা পুরোপুরি ভিত্তিহীন, বানানো বলে উড়িয়ে দিয়েছেন রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন। যার প্রেক্ষিতে ওই জার্মান ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখেই তাঁরা রোনালদোক্যাথরিন কা- প্রকাশ্যে এনেছেন। বিভিন্ন সূত্র মারফত পাওয়া প্রচুর তথ্য তাদের হাতে রয়েছে বলে দাবি ওই ম্যাগাজিনের। গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়