শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরও ২ শতাংশ কমবে : আইএমএফ

সোহেল রহমান, বালি, ইন্দোনেশিয়া থেকে : আগামীতে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমবে বলে পূর্বাভাস ব্যক্ত করেছে ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল’(আইএমএফ)। সংস্থাটির মতে, চলতি ২০১৮ ও আগামী ২০১৯ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৭ শতাংশ। ইতোপূর্বে গত এপ্রিলে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু পূর্বের ধারণা থেকে প্রবৃদ্ধির হার আরও ২ শতাংশ কমে যাবে বলে মনে করছে সংস্থাটি।

আইএমএফ কর্তৃক সদ্য প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইন্দোনেশিয়ার বালি-তে চলমান ‘আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপ-এর বার্ষিক সভা উপলক্ষে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যত অর্থনৈতিক সঙ্কট প্রতিরোধে যেসব পদদেক্ষপ নেয়া হয়েছে, সেগুলো যথেষ্ট নয়। ঝুঁকিপূর্ণ আচরণ এবং আর্থিক খাত ও সরকারের বাজেটে স্বচ্ছতার অভাব ভবিষ্যতের সঙ্কট বাড়িয়ে দিচ্ছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জুবিলি ইউএসএ’র নির্বাহী পরিচালক ও আর্থিক বিষয়ক বিশেষজ্ঞ এরিক লেকম্প বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতার বিষয়ে আমরা অবগত রয়েছি। বৈষম্য বা অসাম্যতা একটি গুরুতর সমস্যা হিসেবে থেকে যাচ্ছে। অর্থনৈতিক সঙ্কট থেকে আমরা এখনও নিরাপদ নই।

তিনি বলেন, আমরা দেখছি যে, উন্নয়নশীল অর্থনীতিতে ঋণ সঙ্কট বাড়ছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ও ফটকা আচরণও বাড়ছে। ঝুঁকিপূর্ণ আচরণ ও অস্থিতিশীল ঋণ অর্থনৈতিক সঙ্কটের মূল কারণ বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়