Skip to main content

কুড়িগ্রামে অগ্নিকান্ড ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম : ‘কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা এবং দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা অনুষ্ঠানের পর অগ্নিকান্ড ও দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট ও স্কাউট এর সদস্যরা। বিভিন্ন স্কুলের শতশত শিক্ষার্থী মহড়াটি উপভোগ করে। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউএনও আমিন আল পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মো: মুঞ্জিল হক, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ সিদ্দিকী, সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, হ্যান্ডিক্যাপের প্রতিনিধি পঙ্কজ পাল প্রমুখ।