শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ১০:২৮ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন চলছে ফেরদৌস ও নিঝুম রুবিনার ‘মেঘকন্যা’ সিনেমা?

মহিব আল হাসান: গতকাল শুক্রবার দেশের আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মেঘকন্যা’ সিনেমা। ছবিতে জুটিবেঁধে কাজ করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রোডাকশন।
‘মেঘকন্যা’ কেমন চলছে জানতে চাইলে ঢাকার মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলের সহকারী ম্যানেজার আবদুর রহমান বলেন, ‘আসলে শুক্রবার বিকেলের শোতে খুব বেশি দর্শক হয়নি। বিকেলের শোতে মোট ১০০ জনের মতো দর্শক নিয়ে ছবিটির শো শুরু করা হয়। তবে ছবি শেষে দর্শকদের কিছুটা আগ্রহ দেখা গেছে ছবিটি নিয়ে। তাদের অনেকে বলাবলি করছিল যে অনেকদিন পর একটা গল্প নির্ভর ছবি দেখলেন তারা।

গতকাল শুক্রবার সন্ধার শোতে গিয়ে দেখা যায় হলে দর্শকদের বিকেলের শো’র থেকে অনেকাংশে দর্শক বেশি। সন্ধা ৬টার শো শেষে দর্শকদের কাছে জানতে চাওয়া হয় সিনেমাটি কেমন লেগেছে, ‘দর্শকরা বলেন ছবিটি দেখে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে ছবিটির গল্প অসাধারণ ছিল। অনেকদিন পর একটা গল্প নির্ভর সিনেমা দেখতে পেলাম।’

গুলিস্তান থেকে সিনেমা দেখতে আসা মোমিনুল উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘সিনেমা নির্মাণ করতে হলে আগে সিনেমার গল্প নিয়ে ভাবতে হবে। মৌলিক গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণ করলে ছবিটি ভালো চলবে। আমরা আজ ছবিটি দেখে খুব ইনজয় করছি। সিনেমাটির গল্প ভালো হওয়ায় কে নায়ক, কে নায়িকা তা নিয়ে ভাবিনি। গল্পের কারণে আমরা হলে যারা টিকিট কেটে সিনেমা দেখতে হলে আসছি তারা সবাই ছবিটি শেষ না করে বের হয়নি। অন্য ছবির ক্ষেত্রে আমরা এতটা ধৈর্য নিয়ে সিনেমা দেখি না কারণ সেসব ছবির গল্প নকলে ভরপুর থাকে।’

জয়া ফিল্মসের ব্যানারে ‘মেঘকন্যা’ ছবির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক মিনহাজ অভি নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিতে ফেরদৌস ও নিঝুম রুবিনা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়