Skip to main content

সড়ক নিরাপত্তা বিষয়ে লক্ষ্মীপুরে অবহিতকরণ সভা

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. হাফিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা শাখার সভাপতি কার্তিক সেন গুপ্ত, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন, দালাল বাজার ফাতেমা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ। সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ