শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল সিটি কর্পোরেশনের নয়টি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার সকাল আটটা থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সাতটি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে পুনঃনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথমে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, আটটি র‌্যাবের টহল টিমসহ নয়টি কেন্দ্রে পুলিশের মোট দুইটি স্ট্রাইকিং ফোর্স ছাড়াও নয়টি কেন্দ্র আটটি টিমে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগে আটটি কেন্দ্রের ভোট বাতিল ও একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিলো।

এসব কেন্দ্রের মধ্যে ১, ১৪, ১৭, ২২, ২৩ ও ২৪ সাধারণ ওয়ার্ডে ছয়জন কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন প্রার্থীরা। কেন্দ্রগুলো হলো-নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারী মহিলা কলেজ (মহিলা) ও সদর রোডের সিটি কলেজ (পুরুষ), ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ)। নয়টি কেন্দ্রে মোট ভোটার ১৬ হাজার ৯৪৫জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়