Skip to main content

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

জাকির হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সহির উদ্দীন (গেদু)। লিখিত অভিযোগে জানা যায়, খনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আলী পরিষদের কাউকে না জানিয়েই ঐ ইউনিয়নের চাদপুর টিয়াপাড়ায় ১ বনকাঠালী, আলমপুরে ১টি ঘোড়ানিম এবং ইউনিয়ন পরিষদ চত্বরে ১টি তোরল গাছ সহ বিভিন্ন এলাকায় গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন। এ বিষয়ে ঐ ইউপি সদস্য চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি (চেয়ারম্যান) বলেন যে, পরিষদের চেয়ারম্যান হিসেবে তার গাছ কাটার ক্ষমতা আছে। বিষয়টি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয় ঐ লিখিত দরখাস্তে। এ বিষয়ে শুক্রবার দুপুরে চেয়ারম্যান কাউসার আলীর মতামত চাওয়া হলে তিনি প্রতিনিধিকে জানান, ইউনিয়ন পরিষদের একটি গাছ ভেঙ্গে পড়লে সেটি বিক্রি করে তিনি পরিষদের মালামাল কিনেছেন। এছাড়া আর কোন গাছ তিনি কাটেন নি। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, দরখাস্ত পাওয়া গেছে। ব্যবস্থা নেওয়া হবে।