Skip to main content

মিটু নিশানায় এ বার মুম্বাইয়ের সুপারস্টার অমিতাভ বচ্চনও!

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: জন্মদিনে তিনি বলেছিলেন, ‘‘কোনো মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না-হন। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্রে।’’ নীরবতা ভেঙে এ ভাবেই গত কাল শিরোনামে এসেছিলেন মুম্বাই চলচ্চিত্রের শীর্ষ ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। আজ তাঁকেই নিশানা করলেন নামী হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি। ‘মিটু’ নিয়ে স্বপ্না টুইটে লিখেছেন, ‘‘এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যর, ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার সমাজকর্মীর ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ নখ আর অবশিষ্ট নেই।’’ অন্যদিকে অভিনেত্রী বিপাশা বসু টুইট করে জানিয়েছেন বিভিন্ন মহিলা টুইট করে সাজিদ খানের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় তিনি খুশি হয়েছেন কারণ সিনেমার সেটে বিভিন্ন মহিলা কাস্ট ও ক্রিউ মেম্বারদের সঙ্গে তাঁর আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলেছে। সাজিদ খানের বিরুদ্ধে তিনজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ করেছেন- অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট (উংলির অভিনেত্রী), সালোনি চোপড়া (টিভি সিরিজ স্ক্রিউড আপের অভিনেত্রী), সাংবাদিক করিশ্মা উপাধ্যায়একটর। ২০১৪ সালের 'হামশকল' ছবিতে সাজিদ খানের সঙ্গে কাজ করেছিলেন বিপাশা বসু। তিনি জানান, সাজিদ খান তাঁর সঙ্গে খারাপ আচরণ না করলেও মহিলাদের সঙ্গে সর্বদা তাঁর রূঢ় আচরণ বিপাশার চোখে পড়েছে।