শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় ৩৩ জেলেকে জেল জরিমানা

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ৩৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মা ইলিশ ও জাল জব্দ করা হয়েছে। এদের মধ্যে ২৫ জেলেকে ১ বছর কারাদন্ড ও ৮ জেলেকে জরিমান প্রদান করা হয়েছে।

ভোলা মৎস্য বিভাগ জানান, শুক্রবার রাতে কোস্টগার্ড, মৎস্য বিভাগসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ১১ জন জেলেকে নদীতে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১১ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জেলেকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে, পৃথক অভিযান চালিয়ে বোরহান উদ্দিন উপজেলা তেঁতুলিয়া নদী থেকে ৪ জেলেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িমানা করা হয়।

এছাড়াও ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট কামাল হোসেন। অন্য ৪ জন জেলেকে জড়িমানা করা হয়। এদিকে, জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়