শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশ্বমানের শিল্প গড়ে তুলতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ

সময় টিভি: গত ৬ বছরে অন্তত ২০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এবং সেইসাথে গড়ে তুলেছে স্কুল,কলেজ, হাসপাতালের মতো সেবা প্রতিষ্ঠান। প্রত্যন্ত অঞ্চলটি দ্রুত অগ্রসর হচ্ছে উন্নয়নের দিকে। হবিগঞ্জের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশ্বমানের শিল্প গড়ে তুলতে চায় প্রাণ আরএফএল গ্রুপ।

শনিবার সময় টেলিভিশনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওযা যায়।

২০১১ সালে হবিগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় প্রতিষ্ঠত হয় প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল র্পাক। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় বেকারদের র্কমসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। পরিবেশ দূষণরোধে সার্বক্ষণিক এটিপি প্লান্ট কাজ করছে, এবং এখানে দৈনিক ২৪ লাখ লিটার পানি পরিশোধিত করা হয় বলে জানায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

প্রাণ-আরএফএল গ্রুপের মহাব্যবস্থাপক হাসান মো. মনজুরুল হক বলেন, আমরা কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না। আমরা কমপ্লান্সে কোনো আপোষ করিনা, আমাদের কমপ্লানসিভ টিম আলাদা আছে। এবং এখানে প্রত্যেকটা প্রোডাকশন লাইনে ৪-৫ জন এনভায়োরনমেন্ট হেল্থ এ- সেফটি (টিএসএস) কার্যক্রমের সাথে জড়িত আছে। আমরা হবিগঞ্জের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশ্বমানের শিল্প গড়ে তুলতে চাই।

এলাকার উন্নয়নে সন্তোষ জানায় হবিগঞ্জ সদর উপজেলা কর্তৃপক্ষ। উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া বলেন, এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন হচ্ছে যেমন রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রসা গড়তে তারা এগিয়ে আসছে। বেকার যুবকদের র্কমসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এবং আমাদের এলাকার জীবনমান উন্নত হচ্ছে।

এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে প্রাণ আরএফএল গ্রুপ। এলাকার গরির মানুষের স্বাস্থ্যে উন্নয়নে স্থাপন করেছে অত্যাধুনিক হাসপাতাল। স্থানীয়রা বলেন, শিক্ষা চিকিৎসা সবদিকেই উন্নয়ন হয়েছে। এরকম অঞ্চলে এত বড় একটা স্কুল আমাদের এলাকার জন্য বড় ব্যাপার। এবং তারা বলেন, অন্য জায়গা থেকে এখানে চিকিৎসা অনেক ভাল হয়। সম্পাদনা: রাকিবুল হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়