Skip to main content

এবার বলিউডে তোলপাড় করবেন হিরো আলম

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জন্ম নেয়া হিরো আলম ইতিমধ্যেই জনমনে সাড়া তুলেছে ব্যাপকভাবে। শুধু দেশের চলচিত্রে নয় বলিউডে এখন নিজের কাজের প্রমাণ দিতে চান এই হিরো। ক'দিন আগেই জানা গেল হিরো আলম বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এবার পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবির নাম ‘পাখি দ্য ভাইরাস’। বৃহস্পতিবার রাতভর কলকাতায় ছবির একটি আইটেম গানের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। টালিগঞ্জের ‘পাখি দ্য ভাইরাস’ পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করছেন তিনি। হিরো আলম এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। তিনি বলেন, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত আইটেম গানের শুটিং করেছি। কলকাতার মানুষজন তাকে এখানে সমাদর করছে বলেও তিনি জানান। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। হিরো আলমের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সিং। এছাড়াও চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও বাংলাদেশের টাইগার রাজিব ছবিতে অভিনয় করছেন। সূত্র: পূর্ব-পশ্চিম