শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার শেখ হাসিনা অডিটরিয়ামে ‘যুব উৎসব ২০১৮’ অনুষ্ঠিত

মোঃ ইমরান মিয়া: খান এন্ড টিম আয়োজিত যুব উৎসব ২০১৮ অনুষ্ঠান গতকাল (১২ অক্টোবর) শুক্রবার সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে সকাল ৯টায় শুরু হয়। অনুষ্ঠান চলে সন্ধা ৬টা পর্যন্ত। ফে‌স্টিভা‌লে ২ টি (ক্যা‌রিয়ার এবং সোস্যাল বিজ‌নেস) সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়। দুই‌টি সেশ‌নেই উপস্থিত ছিলেন দেশ সেরা স্পিকার এবং বি‌ভিন্ন কোম্পানীর প্রধান নির্বাহী ও বিজ‌নেস আইকনরা। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাস‌হ বেসরকারী কর্মকর্তারা।

বিজ‌নেস আই‌ডিয়া‌কে বাস্ত‌ব রুপ প্রদা‌ন, দেশ সেরা বিজ‌নেস কনসাল‌টেন্ট এবং বেশ ক‌য়েকজন বি‌নি‌য়োগ এর ব্যবস্থা করা হয়। বিজ‌নেস আই‌ডিয়া চ্যা‌লে‌ঞ্জের মাধ্য‌মে সেরা আই‌ডিয়া পুরুষ্কারস‌হ সম্পূর্ন সা‌পোর্ট প্রদানের অঙ্গিকার করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান এন্ড টিম এর ডিরেক্টর মাইদুল ইসলাম খান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনো বাংলা ডেভলোপমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর উইডং জু (বেনি), শেখ হাসিনা জাতীয় যুব ইনিষ্টিটিউটের ডিরেক্টর মোরশেদ উদ্দিন আহম্মেদ, ড্যাফোডিল ইউনিভারসিটির উদ্ভাবন এবং উদ্যোক্তা বিভাগের শিক্ষক মোহাম্মদ শিবলি শাহরিয়ার, বাংলাদেশ ব্যাংক এর এসিস্টেন্ট ডিরেক্টর নাজমুল হুদা, গ্রীন সেভার্স এর প্রেসিডেন্স আহসান রনি, রেড়িও নেক্সট এর আরজে ফারহান, এসএম শৈকত, রবিউস শামসসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা তরুনদের নিয়ে কিভাবে সুন্দর বেকারমুক্ত দেশ গড়া যায় সেই লক্ষে তাদের নেওয়া উদ্দ্যেগ এর কথা জানান, এছাড়া সকল তরুন উদ্দ্যেগতাকে সরাসরি সাহায্য করার কখা ও বলেন। এছাড়া কিভাবে নিজে লক্ষে পৌছানো যায় তার উপর বিশেষ বক্তব্য রাখেন। তরুন উদ্দ্যেকতাদের সোসাল বিজনেস ও আত্মকর্মসংস্থানমূলক কাজে উদ্বুদ্ধ করেন।

উল্লেখ, খান এন্ড টিম পরিচালনায় ‘ইয়ুথ ফে‌স্টিভাল ২০১৮’ এই বছ‌রের আয়োজিত জাতীয় পর্যা‌য়ের অনুষ্ঠান গু‌লোর ম‌ধ্যে অন্যতম বড় এক‌টি অনুষ্ঠান। ঢাকা বিভাগস‌হ ৬৪ টি জেলা থে‌কে ১০০০ জন ইয়ুথ ও আই‌ডিয়াবাজকে নি‌য়ে দিনব্যা‌পি অনুষ্ঠান‌ হয়। বিজ‌নেস আই‌ডিয়া‌কে বাস্ত‌ব রুপ প্রদা‌ন, দেশ সেরা বিজ‌নেস কনসাল‌টেন্ট এবং বেশ ক‌য়েকজন বি‌নি‌য়োগ এর ব্যবস্থা করা হয়। বিজ‌নেস আই‌ডিয়া চ্যা‌লে‌ঞ্জের মাধ্য‌মে সেরা আই‌ডিয়া পুরুষ্কারস‌হ সম্পূর্ন সা‌পোর্ট প্রদানরে অঙ্গিকার করা হয়।

মাইদুল ইসলাম খান বলেন, বর্তমানে সারাদেশে আমাদের স্থায়ী সদস্য দু‘শত এর উপরে এবং সদস্য সংখা প্রায় ৬‘শ। তিনি বলেন আমাদের সদস্য সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা আমাদের প্লাটফর্মে কাজ করতে আগ্রহী সদস্যদের কাছে থেকে সদস্য ফি নেই না। সম্পূর্ণ ফ্রিতে সদস্য পদ প্রদান করা হয়। মাসিক বা বার্ষিক কোন চাদা নেওয়া হয় না।

বক্তব্য শেষে খান এন্ড টিম এর ডিরেক্টর মাইদুল ইসলাম খান আমন্ত্রীত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া ও তাদের সংগঠনের সাথে অংশগ্রহনকারী সকল সামাজিক সংগঠনকে ক্রেস্ট প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়