Skip to main content

গাজা সীমান্তে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

ওমর শাহ: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভরতদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি বর্ষণে তারা নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ছয় ফিলিস্তিনি কিশোর ও যুবকরাও রয়েছে। এছাড়া হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এদের মধ্যে এক কিশোরীসহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করেছিলেন। গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের এই বিক্ষোভ শুরু হয় এবং তখন থেকে প্রতি শুক্রবার গাজার অধিবাসীরা এই বিক্ষোভ করে আসছেন। ছয় মাসেরও বেশি সময় আগে থেকে শুরু হওয়ার পর গতকাল ছিল এই বিক্ষোভের ২৯ তম শুক্রবার। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অনুষ্ঠিত এ ধারাবাহিক বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন বিক্ষোভ শুরুর দিন ৩০ মার্চ। সূত্র: মিডল ইস্ট মনিটর

অন্যান্য সংবাদ