শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার বহিস্কারের দাবিতে মিছিল

জামাল হোসেন খোকন: জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজাকে দল থেকে বহিস্কার ও ছাত্রলীগ নেতা শোভনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকালে জীবননগর শহরে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জীবননগর বাসষ্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে বক্তারা বলেন, গত ৬ অক্টোবর বিকালে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজী আলী আজগার টগরের এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘কথা হচ্ছে নমিনেশন তো হাসিনা দেবে না,নমিনেশন দেব আমি আর দামুড়হুা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঝন্টু মিয়া। কারণ আমাদের সাথে উপজেলা কমিটি আছে, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। আমরা লিখে দিলেই তো শেখ হাসিনা নমিনেশন দিয়ে দেবেন, আর নমিনেশন টগরই পাবে।’

আমরা মনে করি গোলাম মোর্তুজা তার ওই বক্তব্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অবমাননা করা হয়েছে। এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে গোলাম মোর্তুজার ওই বক্তব্যকে প্রতিবাদ জানাচ্ছি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা যদি নমিনেশন না দিতে পারেন তাহলে গোলাম মোর্তুজাদের মত লোকেরা কিভাবে দেয় তা দলীয় নেতাকর্মীদের বুঝে আসে না। গোলাম মোর্তুজার ওই বক্তব্য দলীয় সভানেত্রীকে চ্যালেঞ্জ ও ধৃষ্টতার সামিল।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগ নেতা ফেরদোস শোভনের ফেইস বুক আইডিতে গোলাম মোর্তুজার বক্তব্যটি প্রচার করায় তিনি ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিতভাবে মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমরা গোলাম মোর্তুজাকে বহিস্কার ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় করা লিখিত অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায়, দুর্বার গণআন্দোলনের কর্মসূচী দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়