Skip to main content

জীবননগর হাবিবপুরের নিখোঁজ জিয়ার এক মাসেও মেলেনি সন্ধান

জামাল হোসেন খোকন: জীবননগর উপজেলার হাবিবপুরের জিয়ারুল ইসলাম জিয়ার এক মাসেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জিয়ার দীর্ঘ একমাসেও সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে হতাশা বিরাজ করছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আইজেল মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া(৩৮) বাড়ি থেকে গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার সময় জীবননগরের উদ্দেশ্য রওয়ানা হয়। পরবর্তীতে জিয়া আর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িসহ সাম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু এ পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের উদ্বেগ- উৎকন্ঠা কাজ করছে। এদিকে এই নিখোঁজের ব্যাপারে প্রতিবেশীদের দাবি, ঘটনার দিন জিয়া বাড়িতে শিশুদের মারপিটের ঘটনায় অভিমান করে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করলেও এপর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। এব্যাপারে জিয়ার স্ত্রী শুকজান খাতুন বলেন, আমার দুটি শিশু সন্তান আছে। ঘটনার দিন তাদেরকে মারপিটের ঘটনায় আমার স্বামী জিয়া অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। সেই থেকে তাকে খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। এব্যাপারে থানায় জিডির প্রস্তুতি চলছে।