শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজীবন সম্মাননা পেলেন তিন গুণী

সমকাল: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার প্রদান করা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ অ্যাওয়ার্ড।

'জীবনের জয়গান' উৎসব হিসেবে পরিচিত এ আয়োজনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা, নাট্যজন আলী যাকের ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এ ছাড়া তিন বিভাগে তরুণদের পুরস্কৃত করা হয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এ পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ধন্যবাদ জ্ঞাপন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আলোকচিত্র নিয়ে 'জীবনের জয়গান' শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।

আসাদুজ্জামান নূর বলেন, যেসব গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হলো, তারা সবাই বরেণ্য। তাদের পাশাপাশি আরও যাদের পুরস্কার দেওয়া হলো, সেটিই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক। এর মাধ্যমে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে এসেছে। তিনি আরও বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে সবাই বড় শিল্পী হবেন- এমনটি নয়। এর মাধ্যমে জনমানুষের মধ্যে যে সাংস্কৃতিক বোধ ও চেতনা তৈরি হবে, সেটিই মূল লক্ষ্য।

আলোকচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ আবু রাসেল রনি (প্রথম), মোহাম্মদ নাজমুল হাসান খান (দ্বিতীয়) ও অমিত রুদ্র (তৃতীয়)। গীতিকাব্য বিভাগে বিজয়ীরা হলেন- সালমা আক্তার (প্রথম), মনিরুজ্জামান পলাশ (দ্বিতীয়) ও বিধান মিত্র (তৃতীয়)। চলচ্চিত্র বিভাগে ফিকশনে চৌধুরী আসিফ জাহাঙ্গীর অর্ক ও নবীন চলচ্চিত্রকার বিভাগে রাম কৃষ্ণ সাহা পুরস্কৃত হয়েছেন।

এর পাশাপাশি আলোকচিত্র বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছেন মোহাম্মদ সৌদ আল ফয়সাল, সুপ্রতীম দাশ, সুব্রত দে, আজিম খান রনি, সৈয়দ মাহাবুবুল কাদের, তৌসিফ রহমান, মোহাম্মদ জাকিরুল মাজিদ কনক, শুভাশিস ভৌমিক ও মোহাম্মদ শাজাহান। গীতিকাব্য বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছেন জাহিদুল ইসলাম, মোবারক হোসেন, মহসিন আহমেদ ও ইউসুফ জামিল। চলচ্চিত্র বিভাগে নবীন চলচ্চিত্রকার উপবিভাগে বিশেষ সম্মাননা পেয়েছেন শোভন মিম ও প্রামাণ্যচিত্র উপবিভাগে মাইনুল হোসেন সাগর।

উৎসবে আজীবন সম্মাননা পাওয়া গুণী শিল্পীদের দেওয়া হয় আড়াই লাখ করে টাকা এবং আলোকচিত্র ও গীতিকাব্য বিভাগের প্রথম বিজয়ীদের দেওয়া হয় এক লাখ করে টাকা এবং চলচ্চিত্র বিভাগের প্রধান বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ টাকা। এর সঙ্গে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

সাংস্কৃতিক আয়োজনে মূল সঙ্গীত পরিবেশন করেন ওপার বাংলার সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জি। এ ছাড়া ফাহমিদা নবীর সুরে সালমা আক্তারের গানের কথায় সঙ্গীত পরিবেশন করেন ঐশী ও বর্ণ। অনুষ্ঠানে আরও ছিল সাধনার নৃত্য, শাহজাহান মুন্সীর কণ্ঠে বাউলগান এবং লালন ব্যান্ডের পরিবেশনা।

দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজনে আলোকচিত্র, গীতিকবিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিয়ে 'জীবনের জয়গান' উৎসব শুরু হয় ২০০৮ সালে। গত এপ্রিলে 'স্থাপত্যে বাংলাদেশ' বিষয়ের ওপর শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগ্রহীরা অংশ নেন তাদের আলোকচিত্র, গীতিকবিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়