শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ জনকে কামড়ালো একটি পাগলা কুকুর

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর নগরীর আন্দরকিল্লা এবং এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় লালদিঘীর পাড় জামে মসজিদ এলাকায় সাদা-কালো রঙা কুকুরটি দেখা যায়। হঠাৎ করে কুকুরটি পথচারীদের ওপর চড়াও হয়। সেই সময় যাকে সামনে পায় তাকেই কামড়ে রক্তাক্ত করে।

কেবল লালদিঘীর পাড় নয়, জেল রোড, কোর্ট বিল্ডিং, পাথরঘাটা সতীশ বাবু লেন এবং আশপাশের এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয়। রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫১ জন চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে ধরার চেষ্টা করলেও, ব্যর্থ হয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী সারাবাংলাকে বলেন, পাগলা কুকুরটির কামড়ে জখম হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫১ জন চিকিৎসা নিয়েছেন। বাইরে আরও ১০ জন চিকিৎসা নিয়েছেন। কুকুরটি ধরার জন্য আমি লোকজন নিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি।

নগরীর বকশিরহাট, আলকরন, পাথরঘাটা, লালদিঘীর পাড়, হাজারি গলি এলাকার বাসিন্দাদের মধ্যে এখন পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে, জানান জহরলাল হাজারী।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়