শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মি টু’ আন্দোলনের কোপানলে এবার পরিচালক সাজিদ খান, সুভাষ ঘাই

ইমরুল শাহেদ : যৌন হয়রানি সংক্রান্ত ‘মি টু’ আন্দোলনের কোপানলে এবা পড়েছেন পরিচালক সাজিদ খান ও পরিচালক সুভাষ ঘাই। সাজিদ খানের বিরুদ্ধে শুধু যৌন হয়রানির অভিযোগ আনা হলেও সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ আনা হয়েছে। সাজিদ খান বলছেন, তার বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়। তার বোন নৃত্য পরিচালক, পরিচালক ও উপস্থাপক ফারহা খান বলেছেন, অভিযোগ যদি সত্যি হয় তাহলে তিনি প্রতিকারের ব্যবস্থা নেবেন।

কিন্তু সুভাষ ঘাই বলেছেন, তিনি অবশ্যই মানহানির মামলা করবেন। চাপের মুখে তিনি নির্মাণাধীন ছবি ‘হাউজফুল ৪’ থেকে পরিচালক সাজিদ খান সরে গেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আমার পরিবার, প্রযোজক এবং আমার ছবির তারকারা আমার উপর চাপ প্রয়োগ করছে। তাই নৈতিক দায়িত্ব থেকেই আমি এই ছবিটি পরিচালনা থেকে সরে যাচ্ছি। আমি ততদিন পর্যন্ত সরে থাকব যতদিন না সত্যটা প্রমাণ করতে পারব।’

তিনি বলেন, ‘গণমাধ্যম বন্ধুদের কাছে আমার অনুরোধ সত্য বের হয়ে না আসা পর্যন্ত তারা যেন আমাকে নিয়ে কোনো মন্তব্য না করেন।’

সাজিদ খানের যৌন হয়রানির অভিযোগটি প্রকাশ পাওয়ার পর ছবিটির তারকা অক্ষয় কুমার তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো প্রমাণিত অপরাধীর সঙ্গে কাজ করব না। যারা নির্যাতিত হয়েছেন তাদের সব অভিযোগ শোনা উচিত এবং তারা যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘আমি বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছি। খবরগুলো পড়ে সত্যিই বিব্রত হয়েছি। আমি হাউজফুল ৪-এর প্রযোজককে বিষয়টা আরও ভালোভাবে খতিয়ে দেখার জন্য শুটিং বাতিল করতে বলেছি। এটা এমন একটা বিষয় যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

হাউজফুল ৪-এর পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একজন মডেল, একজন অভিনেত্রী এবং একজন সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এ ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও হৃতেষ দেশমুখ, কৃতি সানন, পূজা হেজ এবং নানা পাটেকারও রয়েছেন।

এছাড়াও খলনায়ক ও তাল ছবির খ্যাতিমান নির্মাতা সুভাষ ঘাইয়ের বিরুদ্ধেও যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। একজন নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, সুভাষ ঘাই তাকে মদ পান করিয়ে তার উপর হামলা চালিয়েছেন। টুইটারে তিনি নাম ব্যবহার করেছেন মাহিমা কুকরেজা। তিনি এআইবির সাবেক সদস্য উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। সুভাষ ঘাই এ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘কারো বিরুদ্ধে কুৎসা রটনা করা এখন ফ্যাশনে দাঁড়িয়ে গেছে।’

তিনি টুইট করে বলেছেন, ‘গণমাধ্যমের বরাত দিয়ে আমার সম্পর্কে কিছু কুৎসা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। এটা খুবই দুঃখজনক। খ্যাতিমান লোকদের অতীত থেকে সত্য, অর্ধসত্য যদি হয়ে থাকে তা রটানো একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একেবারেই ভূয়া। এমন হলে আমি অবশ্যই মানহানির মামলা করব। ইয়ন, ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়