শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

রিয়াজ হোসেন: ঢাবিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
শুক্রবার বিকাল ৫ টায় উপাচার্যের বাস ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলে। কিন্তু তখন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ায় আজ একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং এই পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেয়ার ঘোষণা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে হাতে লেখা প্রশ্ন ফাঁস হয় বলে জানা গেছে। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়