শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিমের পিচ ১০ টাকা!

ফয়সাল মেহেদী: বেড়েছে সব ধরণের মাছ ও মাংসের দর। কদর বেড়েছে ডিমের। কিন্তু চাহিদার সঙ্গে তালমিলিয়ে বাড়ছে ডিমের দরও। রাজধানীর অধিকাংশ খুচরা বাজারে এখন প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এতে প্রতি পিস ডিমের দর পড়ছে ১০ টাকা। ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে ডিমের দর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতারা।

রাজধানীর মালিবাগের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম বলেন, খিলগাঁওয়ের পাইকারি বাজার থেকে ১০০ ডিম কিনতে হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়। এতে প্রতি পিস ডিমের দাম পড়ছে সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকা। পরিবহণ খরচ দিয়ে প্রতি পিস ডিম ১০ টাকার কমে বিক্রি করা সম্ভব নয়। ডিমের দর আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, ৬ মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা উভয় বাজারেই প্রতি পিস ডিমের দর বেড়েছে ৩ থেকে ৪ টাকা এবং হালিতে বেড়েছে ১২ থেকে ১৩ টাকা। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১০৫ টাকা। আর পাইকারি দোকানে প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা। এছাড়া ৩০ পিসের এক খাঁচি ডিম বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে।

ডিম বিক্রেতারা জানান, একদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম। অন্যদিকে গত রোববার থেকে সড়ক পরিবহণ আইন সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহণ ধর্মঘট চলছে। এতে ওইদিন ডজনপ্রতি ডিমের দর বাড়ে প্রায় ২০ টাকা। পরবর্তীতে কিছুটা কমলেও এখন আবার ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে দর অস্বাভাবিক হারে বাড়ছে।

প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ হাজার ৬৯৪ কোটি ১৬ লাখ পিস ডিমের চাহিদা রয়েছে দেশে। কিন্তু উৎপাদন হয় ১ হাজার ৪৯৩ কোটি ৩১ লাখ পিস। অর্থাৎ চাহিদার তুলনায় বছরে ২০০ কোটি ৮৫ লাখ পিস ডিমের ঘাটতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়