Skip to main content

বৃহত্তর ঐক্যের কর্মসূচির খসড়া প্রস্তুত, কাল ঘোষণা

সাব্বির আহমেদ : বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া অভিন্ন দাবি, লক্ষ্য এবং কর্মসূচিতে একমত হয়েছে। আগামীকাল আরেকটি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সকল বিষয় প্রকাশ করা হবে। শুক্রবার সন্ধ্যায় আ স ম রবের উত্তরার বাসায় বৈঠক শেষে এসব কথা জানান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আজকের বৈঠকে বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সকল প্রস্তাবগুলো সন্নিবেশ করা হয়েছে। অভিন্ন দাবিতে খসড়া হয়েছে। আগামীকাল খসড়া চূড়ান্ত করে জানানো হবে। তবে কাল কোথায় বৈঠকটি হবে- জানাননি মান্না। সাংবাদিকদের কোনও প্রশ্নেরও জবাব দেননি তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত বড়ুয়া, মোস্তফা মোহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।