শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেজ- হোল্ডারের রেকর্ডে ১ম দিন পার উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদ টেস্টে ৭ উইকেটে ২৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে উইন্ডিজ। শুরুতে বিপর্যয়ের মধ্যে পড়লেও সপ্তম উইকেটে দারুণ লড়েছেন জ্যাসন হোল্ডার-রোষ্টন চেজ এ জুটি।

ঘরের মাঠে টানা ১০ম সিরিজ জয় থেকে মাত্র এক টেস্ট দূরে ভারত। হায়দরাবাদ টেস্ট জয় কিংবা ড্রয়ে কাঙ্খিত এই ফলের দেখা পাবে বিরাট কোহলির দল। সেই লক্ষ্যে আজ টেস্টের প্রথম দিনে বেশ ভালো শুরু করেছিল স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নেমে ১৮২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল উইন্ডিজ। কিন্তু সপ্তম উইকেটে অধিনায়ক জ্যাসন হোল্ডার আর রোষ্টন চেজের ১০০* রানের জুটিতে বিপর্যয় এড়ায় সফরকারী দল। দিনের খেলা শেষ হওয়ার ৫ ওভার আগে হোল্ডার ফিরলেও বেশ শক্ত ভিত পেয়েছে উইন্ডিজ। প্রথম দিন শেষে তাদের স্কোর ৭ উইকেটে ২৯৫ রান।

লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে তখন ৮৬ রান। আসলে ক্যারিবীয় টপ অর্ডার আর মিডল অর্ডার মিলিয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই ভালো করতে পারেননি। বলা ভালো, দুই যাদব মিলে ভালো করতে দেননি। এর মধ্যে স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণি খেলতে নাভিশ্বাস উঠেছে ক্যারিবীয়দের। তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই কুলদীপের শিকার। ওপেনার কার্লোস ব্রাফেটকে (১৪) ফেরানোর পর শিমরন হেটমায়ার (১২) আর সুনীল অ্যামব্রিসকেও (১৮) তুলে নেন কুলদীপ। বাকি দুটি উইকেট ভাগ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে কুলদীপের। অভিষেকের পর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটসংখ্যাই সর্বোচ্চ (১০০)। তবে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে কুলদীপের পারফরম্যান্স ছাপিয়ে গেছেন হোল্ডার-চেজ জুটি। দলের বিপর্যয়ের সময় ১৮৩ বলে ১০৪ রানের দুর্দান্ত জুটি উপহার দেন দুজন। চেজ দিন শেষ করেছেন সেঞ্চুরির সুবাস পেতে পেতে। ৫২ রানে হোল্ডারকে ফিরিয়েছেন উমেশ যাদব। টেস্ট ইতিহাসে হোল্ডার-চেজই প্রথম জুটি যাঁরা সপ্তম উইকেটে তিনটি ন্যূনতম সেঞ্চুরি পার্টনারশিপ উপহার দিলেন।

সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ সেভাবে ভালো করতে পারেনি। শেষ সাতটি ইনিংসের মধ্যে একটিতে তাঁরা সর্বোচ্চ ৭৮ ওভার ব্যাটিং করেছে। সে তুলনায় আজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাটিং করেছে। ৯৫ ওভার ব্যাটিং করে দিন শেষ করেছে সফরকারী দল। হাতে ৩ উইকেট নিয়ে কাল ইনিংসটা যত দূর সম্ভব টানাই লক্ষ্য হবে ক্যারিবীয়দের। উইকেটে রয়েছেন চেজ (৯৮*) ও দেবেন্দ্র বিশু (২*)। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়