শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস পালিত

নুর ইসলাম, দিনাজপুরঃ ১২ অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুর-এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই” এই শ্লোগানকে সামনে রেখে এবং বিশ্ব ডিম দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে আলোচনা সভা ও ডিম খাওয়া কর্মসুচি পালন করা হয়।

এ সকল অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, কৃষি ও আমিষ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নুরুজ্জামান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হেসেন, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ আবু সাইদ, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ, নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রস আলী, দিনাজপুর সদর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ কিবরিয়া, কাহারোল উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম,

খানসামা উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ বিপুল কুমার রায়, হাকিমপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রতন কুমার, ফুলবাড়ী উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রনজিৎ কুমার, বীরগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ইফনুস আলী, হাঁস-মুরগি খামার দিনাজপুরের পিডিও ডাঃ মোঃ মাহাবুবুর রহমান এবং হাবিপ্রবি’র ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় বক্তারা ডিমের বিভিন্ন উপকারিতা, মানবদেহে ডিমের চাহিদাসহ বিভিন্ন বিষয়ের আলোচনা করেন। সেই সাথে ডিম খাওয়ার সকলকে আহ্বান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়