শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মো. ইউসুফ আলী বাচ্চুঃ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শুক্রবার ( ১২ অক্টোবর)  জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানায় তারা।  এসময় বক্তারা বলেন, জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সুপারিশ করার পর হতাশাগ্রস্থ তরুণেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে । ৪০তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আজ অবদি ৩৫ এর প্রজ্ঞাপন জারি হচ্ছে না। তাই দ্রুত ৩৫এর প্রজ্ঞাপন জারি করে ৪০তম বিসিএস এর আওতাভুক্ত করে ছাত্র সমাজের প্রাণের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাই।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা উচ্চ শিক্ষিত তরুণরা এই যৌক্তিক দাবিটির বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

তারা আরও বলেন,  চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন ও ১০  সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। কিন্তু দুঃখের বিষয় ৩ মাস পেরিয়ে গেলেও সেই সুপারিশ আজও বাস্তবায়ন করা হয়নি। ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি পায়নি।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এম এ আলী, সাংগঠনিক সম্পাদক এ জেড এম ইমরান চৌধুরী, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা,তানভির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়