Skip to main content

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও আমদানি বেড়ে যাওয়ায় আইএমএফ-এর উদ্বেগ

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও আমদানি বেড়ে যাওয়ায় আইএমএফ-এর উদ্বেগ
সোহেল রহমান, বালি থেকে: বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও আমদানি বেড়ে যাওয়া নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এসব বিষয়ে সরকারের নজরদারি বাড়াতে বলেছে সংস্থাটি। ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক-আইএমএফ-এর বার্ষিক সভা চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে এ উদ্বেগের কথা জানায় আইএমএফ। আইএমএফ-এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তারা শুধু বাংলাদেশের অর্থনীতি বিষয়ক দু’তিনটি পয়েন্ট উত্থাপন করেছে। এগুলো হচ্ছে এনপিএল (খেলাপি ঋণ) কেন বেড়ে গেল এটি একটি সমস্যা। ব্যাংকগুলোর প্রভিশনিং ঠিকমত হচ্ছে না। তারা এ বিষয়ে মনোযোগ দিতে বলেছে। আর আমদানি কেন এতো বাড়লো সেদিকেও নজর দিতে বলেছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জানিয়েছেন যে, আমদানির প্রবণতা এখন কমে আসছে। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করবো। এখানে সব কিছুর উল্লেখ থাকবে। আগামী এক মাসের প্রতিবেদনটি তৈরির কাজ শেষ হবে। তিনি বলেন, সাধারণত একটা কথা পাবলিকলি বলা হয় সেটা হচ্ছে, হাই ইমপোর্ট ম্যাটার অফ ট্রান্সফার অব ফান্ড মানে ‘মুদ্রা পাচার’। কিন্তু এই ধরণের বিশ্লেষণের সাথে আমি একমত নই। এই মুহূর্তে বাংলাদেশ থেকে খুব বেশি মুদ্রা পাচার হচ্ছে না। অর্থ পাচার হয় তখন, যখন পরিস্থিতি থাকে অনিশ্চিত। কী হবে দেশে ইত্যাদি, ইতাদি। তবে আমার মনে হয় না যে, বাংলাদেশ এখন অনিশ্চয়তা বিরাজ করছে।

অন্যান্য সংবাদ