Skip to main content

‘শিক্ষা ব্যবস্থা ভালো হলে আমাদের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স অনেক ভালো হতো’

সোহেল রহমান, বালি থেকে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিক্ষা ব্যবস্থা আরও ভালো হলে বাংলাদেশের মানব সম্পদ সূচক (হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স) অনেক ভালো হতো। আমাদের স্বাক্ষরতার হারও আপটু-মার্ক না। এটি ৭০-এর নিচে রয়েছে। তবে স্বাক্ষরতার হার ৮৮ শতাংশ হওয়া উচিত। আমাদের উচ্চ শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উন্নতমানের নয়। শুক্রবার সকালে বালির ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিতসুহিরো ফুরুসাওয়া’র সঙ্গে বৈঠক শেষে ঢাকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স-এ নেপাল ও শ্রীলঙ্কা-কে আমাদের এক ধাপ এগিয়ে দেখানো হয়েছে। এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। কিন্তু আমার মনে হয় না, শ্রীলঙ্কা আমাদের উপরে রয়েছে।

অন্যান্য সংবাদ