Skip to main content

ভারতের সাথে বাণিজ্যচুক্তির আলোচনা শুরু: হোয়াইট হাউজ

আব্দুর রাজ্জাক : ভারতের সাথে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো নয়াদিল্লিকে ‘অতিমূল্যবান বন্ধু’ উল্লেখ করে বলেন, ভারত ইতোমধ্যেই ওয়াশিংটনের সাথে সমঝোতায় পৌঁছেছে। পিটিআই জানায়, চলমান আলোচনার বিষয়ে কুডলো বিস্তারিত কিছু জানাননি এমনকি এর প্রকৃতি সম্পর্কেও মন্তব্য করেননি। তবে ভারতের সাথে ট্রাম্পের খুবই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কুডলো জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাম্প পছন্দ করেন, তার উন্নতি কামনা করেন এমনকি তার ইচ্ছাতেই বাণিজ্যচুক্তি হতে যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ভারতকে ‘শুল্করাজা’ বলে আখ্যায়িত করেছিলেন। ‘ভারত আমাদের সাথে বাণিজ্যচুক্তি চায় তবে তাদের সাথে শুল্ক ব্যবধান কমিয়ে না আনা পর্যন্ত কোন চুক্তি হবে না। আমরাও তাদের ওপর সমপর্যায়ের শুল্কারোপ করব তারপরেই সমঝোতা হতে পারে’ বলে ট্রাম্প মন্তব্য করেছিলেন। ইয়ন নিউজ

অন্যান্য সংবাদ