Skip to main content

জেসিকার ভালোবাসায় অশ্রুজল

রাশিদ রিয়াজ: বর কেনড্যাল আসছে জেসিকা প্যাজেটকে বিয়ে করে ভালবাসার সংসার গড়তে। কিন্তু তার গাড়ির চালক মদ্যপ থাকায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা মারা যান কেনড্যাল। কনে জেসিকাকে বিয়ের পিঁড়ি থেকে যেতে হয় প্রেমিকা কেনড্যালের সমাধিতে। সেখানেই তার প্রিয়তমকে শেষ শ্রদ্ধা জানায় এক ফুলেল অশ্রুজলে। যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর এক তরুণ কর্মী ছিল কেনড্যাল। ওই দিন বিয়ের পোশাক পড়ে জেসিকা তার প্রিয়তম কেনড্যালকে ‘আই ডু’ অঙ্গীকারের পবিত্র উচ্চারণ করতেন। কিন্তু এক দুর্ঘটনা জেসিকার জীবনে সব কিছু ওলটপালট করে দেয়। ইন্ডিয়ানার মন্টোগোমারির ঘটনা এটি। গতবছর নভেম্বরে ওই দুর্ঘটনায় মারা যান কেনড্যাল। তার এ সমাধিতে এখনো বিয়ের পোশাক পড়ে জেসিকা তাকে শ্রদ্ধা জানান। কেনড্যালের সমাধিতে যেয়ে জেসিকা হাজার হন বিয়ের পোশাকেই। এখনো কেনড্যালের ব্যবহৃত জুতো, দমকলকর্মী হিসেবে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সমাধির পাশে যেয়ে স্মৃতিচারণ জেসিকার কাছে খুবই প্রিয়। মিরর

অন্যান্য সংবাদ