Skip to main content

যুক্তরাষ্ট্রে পোলিও’র মত নতুন রোগে বিকলাঙ্গ হচ্ছে শিশুরা

রাশিদ রিয়াজ: পোলিওর মত উপসর্গ নিয়ে নতুন এক রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের অনেকে হঠাৎ করে বিকলাঙ্গ হয়ে পড়ছে। ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগ ও সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন টু ওয়ার্ক’এর চিকিৎসা বিশেষজ্ঞরা এক সঙ্গে নতুন এ রোগের উৎস সন্ধান ও কার্যকর চিকিৎসার উপায় খুঁজছেন। ওয়াশিংটনের এমারজেন্সি অথরিটি বলছে আক্রান্তরা শিশু ও তাদের বয়স ৬ বছরের কম। শ্বাসকষ্ট তীব্র হবার পর সপ্তাহ খানেকের মধ্যে তার ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ায় হাসপাতালে নিতে হয়। মিরর ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ’এর ড. স্কট লিন্ডকুইস্ট বলেন, সম্ভবত এসব শিশু তীব্র ফ্লাসিড মিয়েলিটিসে ভুগছে যার ফলে তাদের ¯œায়ুতন্ত্র ও মেরুদন্ডের ওপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এধরনের উপসর্গের ফলে শিশুদের হাত ও পায়ের পেশী সংকুচিত হয়ে পড়ে। অন্তত ৫ জন এধরনের অজানা রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সংবাদ