শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৮, ০৫:৪৬ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডকে হারিয়ে শীর্ষেই রইলো রোনালদোবিহীন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক জমাট বেঁধেছে ফুটবলের বাইরের জগতে। তাই নিজেই ছুটি চেয়ে নিয়েছেন। উয়েফা নেশনস কাপে তার এই বিশ্রামে পর্তুগাল কেমন করে সেটা দেখার আগ্রহ ছিল। কারণ পোল্যান্ডের মাঠে গিয়ে খেলতে হয়েছে তাদের। কিন্তু আন্দ্রে সিলভা ও বার্নার্ডো সিলভার গোল জানিয়ে দিয়েছে আপাতত রোনালদো বিশ্রাম নিলেও চলবে পর্তুগালের। পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস কাপের লিগ ‘এ’র গ্রুপ তিনের শীর্ষে পর্তুগাল।

রোনালদো নেই, আলোটা তাই ছিল রবার্ট লেভানডভস্কির দিকে। পর্তুগিজ অধিনায়কের অনুপস্থিতিতে দুই দলের সবচেয়ে বড় তারকা তিনিই। কাল আবার দেশের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু এমন উপলক্ষে আড়ালেই রইলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। এ মৌসুমে ইউরোপে ঝড় তোলা দুই ফরোয়ার্ডই বরং আলো কাড়লেন।

অভিষেকের ১৮ মিনিটেই জাতীয় দলের হয়েও গোল পেয়ে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার কেশিশোফ পিয়োনটেক। ইউরোপিয়ান গোল্ডের শুর দৌড়ে তাঁর পেছনে থাকা আন্দ্রে সিলভাও কম যাননি। ১২ মিনিট পর পর্তুগালকে ম্যাচে ফিরিয়েছেন সেভিয়াতে ধারে খেলতে আসা এই স্ট্রাইকার। প্রথমার্ধের শেষভাগে দলকে বিপদে ফেলে দেন পোলিশ ডিফেন্ডার কামিল গ্লিক। রাফা সিলভাকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করেছেন গ্লিক(২-১)।

৫২ মিনিটেই ব্যবধান বাড়ান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নার্ডো সিলভা (৩-১)। এরপরও খেলায় প্রাধান্য ছিল পর্তুগালের। ৭৭ মিনিটে ব্যবধান কমিয়েছেন পোল্যান্ডের হয়ে ১০৩তম ম্যাচ খেলতে নামা ইয়াকুব বোয়াশ্চিকোফস্কি। কিন্তু দলের হার এড়াতে পারেননি লেভানডভস্কিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়