Skip to main content

মেক্সিকোতে শপিংমল ধসে নিহত ৭, নিখোঁজ ১০

সান্দ্রা নন্দিনী: মেক্সিকোর নুভো লিওন রাজ্যের মনটেরি শহরে একটি নির্মীয়মাণ শপিংমল ধসে কমপক্ষে ৭জন নিহত হয়েছে। এতে এখনও পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে প্রায় সবাই সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, সেখানে অন্তত ২০ থেকে ২৫জন শ্রমিক নির্মাণকাজে নিয়োগপ্রাপ্ত ছিলেন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, মনটেরির শপিংমল ধসের ঘটনায় ভবনের নিচ থেকে চাপাপড়া ২জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে, নিখোঁজের তালিয়ায় ১২জনের নাম ছিল। অর্থাৎ, এখনও ১০জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকারীরা আহতদের সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। এছাড়া, নিচে চাপাপড়াদের উদ্ধারে কাজ করছেন প্রায় ১শ’জন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্য। ওয়াশিংটন পোস্ট

অন্যান্য সংবাদ