Skip to main content

পারমাণবিক বোমা হামলার মতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে হ্যারিকেন মাইকেল

নূর মাজিদ : হ্যারিকেন মাইকেলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। গত বুধবার চতুর্থ মাত্রার শক্তিশালী হ্যারিকেন মাইকেল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা এবং জর্জিয়ায় আঘাত হানে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মাইকেলের আঘাতে সম্পূর্ণ ফ্লোরিডা উপকূল ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহরগুলো, যেগুলো দেখে মনে হচ্ছে সেখানে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছে। মার্কিন আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলা হয়, মাইকেল ১৫৫ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে ফ্লোরিডার ওপর আছড়ে পরে, এতে এখন পর্যন্ত দুজন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্র্তৃপক্ষ। ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ জশ মগ্যারম্যান টুইট বার্তায় জানান, আমার জীবনে অনেক ঝড়ের ধ্বংসলীলা দেখেছি, কিন্তু হ্যারিকেন মাইকেল পরবর্তী ধ্বংসের চিহ্ন আমাকে ভাবিয়ে তুলেছে। প্রকৃতির এমন ভয়াবহ ধ্বংসের মুখে আমি হতবিহ্বল হয়ে পড়েছি। মনে হচ্ছে, কেউ যেন ফ্লোরিডার উপকূলে পারমাণবিক বোমা হামলা চালিয়েছে। বিশেষ করে, ঝড়ে সবচাইতে ক্ষতিগ্রস্ত ফ্লোরিডার পানাম শহরের অবস্থা দেখে আমার এমন অনুভূতি হয়েছে। বিজনেস ইনসাইডার

অন্যান্য সংবাদ