শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তারেকের রাজনৈতিক আশ্রয় দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি’

জান্নাতুল ফেরদৌসী: গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় তার যুক্তরাজ্যে আশ্রয় দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি মনে করছেন আইনবিদ শাহদীন মালিক। এনিয়ে  আইনবিদ আমিরুল ইসলাম বলছেন, এতে তারেককে দেশে আনা সহজ হবে।  ইন্ডিপেনডেন্ট টিভিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানকে নিয়ে আলাপকালে এসব কথা বলেন আইনবিদরা।

২০০৪ সালে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। বুধবার দেয়া বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়ছে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করতেই চালানো এই হামলা।

বিশেষ জজ আদালতে ১৪ বছর আগে চালানো এ হামলার বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট হয়ে আইনবিদ আমিরুল ইসলাম বলেন, রাজনীতি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করার ক্ষেত্রে এ রায় বড় ভূমিকা রাখবে। হত্যা, মারামারি, হিংস্রতা রাজনীতি ও সমাজ থেকে দূরীকরণ করা। এটাই হচ্ছে এই জার্জ মেন্টের বড় বিষয়।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের পরামর্শও দিয়ে এই আইনবিদ আরো বলেন, তারেক রহমানের ফাঁসির আদেশ হতে পারতো। কাজেই সেটা না হয়ে যাবজ্জীবন হয়েছে। এতে করে বিদেশ থেকে তাকে নিয়ে আসার ব্যাপারে কোনো বাধা থাকবে না। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের এখনো ফিরিয়ে আনতে পারিনি।

এনিয়ে জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, বিদেশিদের আসামিরা বলবে আমরা যে বলেছিলাম আমাদের ওপর অন্যায় অবিচার করেছেন, এখন দেখেন যাবজ্জীবন দিয়েছে। অতএব রাজনৈতিক আশ্রয়টা আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

মামলার চূড়ান্ত রায় নিয়ে তিনি আরো বলেন, আইন অনুযায়ী রায়ে সংক্ষুব্ধ পক্ষ ৩০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। মামলার জটের কারণে হাইকোর্টে শুনানি হতে ৩ থেকে ৪ বছর লাগে। তাই পুরো আপিল প্রক্রিয়া শেষ হতে আরো ৫ বছর লাগবে।

তারেক ছাড়াও এই মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক আছেন ১৮ আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়