শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কৃষি ব্যবস্থাপনায় প্রযুক্তিগত উন্নয়নের তাগিদ’

সাইদ রিপন : দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ কৃষিকাজে নিয়োজিত। বিপুল পরিমাণ জনগন কৃষিতে নিয়োজিত থাকলেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান মাত্র ১৪ দশমিক ৩৩ শতাংশ। প্রযুত্তিগত উন্নয়ন না হওয়ার কারণে কৃষি থেকে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। টেকসই উন্নয়নের জন্য ধানভিত্তিক কৃষি খাদ্য ব্যবস্থাপনা দরকার।

বুধবার এনইসি সম্মেলন কক্ষে এক পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।এসডিজি অর্জনে ধানভিত্তিক কৃষি খাদ্য ব্যবস্থাপনা কিভাবে ভূমিকা রাখতে পারে এবং এর জন্য কতটুকু অর্থ সহায়তা প্রয়োজন নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) যৌথভাবে এ সভার আয়োজন করে। বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে গবেষণা ও নতুন উদ্ভাবন আনতে হবে। প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে। খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল ধানের জাত উদ্ভাবন করতে হবে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিখাতে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে বদ্ধ পরিকর। উদ্ভাবনী কৃষি খাদ্য উৎপাদন ও বিতরণের মাধ্যমে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি করা। এর ফলে দারিদ্র বিমোচনসহ গ্রামীণ জীবন-জীবিকা উন্নয়ন হয়েছে।এসময় তিনি বলেন, বন্যা- ঝড়সহ অনেক প্রতিবন্ধকতা সত্তেও ধান উৎপাদনে আমরা ভালো কারেছি। তিনি গবেষকদের প্রতিকূল পরিবেশেও যেন ধান উৎপাদন হয় সেই জাত উৎপাদন করার তাগিদ দেন।

সভায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নীতিমালার অগ্রাধিকার’ শীর্ষক পত্র উপস্থপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামছুল আলম। তরুণরা এ সেক্টরে কাজ করতে আগ্রহী না। যারা কাজ করছে তারা বেশিরভাগই বয়স্ক ও মধ্যবয়স্ক। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তরুনদেরও এ খাতে আগ্রহি করে তুলতে হবে। তিনি বলেন, নেদারল্যান্ড কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি করে বছরে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৫ বিলিয়ন ডলারের মত। ৪১,৫৪৩ বর্গকিলোমিটার দেশ নেদারল্যান্ড তারা পারলে আমরা কেন পারবো না এর জন্য প্রয়োজন উন্নত নিবিড় কৃষিপদ্ধতি। আর এর জন্য ডেল্টা প্লান-২১০০ হাতে নিয়েছে সরাকার। এ প্লান প্রথম করেছে নেদারল্যান্ড আর বাংলাদেশ হলো দ্বিতীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়