শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে জঙ্গিরা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করবে বলে আশঙ্কা মে. জে. (অব.) আবদুর রশিদের

আশিক রহমান : নির্বাচনের আগে জঙ্গিরা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় নির্বাচন আসন্ন। এ সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন সংশ্লিষ্ট কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে। নির্বাচন নিয়ে বেশি মনোযোগী হয়ে উঠবে। সেদিকেই জঙ্গিদের নজর থাকে বেশি। এমন পরিস্থিতিতে জঙ্গিরা কিছুটা ফাঁকা মাঠ পায়। এই সুযোগটাই নিতে চাইবে তারা। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে জঙ্গিশক্তিকে অনেকে ব্যবহার করে থাকে। নির্বাচনকে সামনে রেখে তাদের ব্যবহার করতে পারে। জঙ্গিগোষ্ঠীকে রাজনৈতিক প্রতিপক্ষকে উৎখাত করার জন্যও ব্যবহার করে থাকে। মিরসরাইয়ের আস্তানা আভাস দিচ্ছে জঙ্গিরা আবারও নড়াচড়া শুরু করেছে। সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নিশ্চয় কোনো উদ্দেশ্য মাথায় নিয়েই তারা একত্র হতে চাইছে। তাদের উদ্দেশ্য যে শুভ, এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হলি আর্টিজান হামলার পর ব্যাপক পুলিশি অভিযানের মুখে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। সংগঠনগুলোও এলোমেলো হয়ে পড়ে।

এক প্রশ্নের জবাবে মে. জে. (অব.) আবদুর রশিদ বলেন, জঙ্গিদের প্রতি সবসময় নজর রাখতেই হবে। তারা কী করছে, কোথায় করছে, সংগঠিত হচ্ছে কিনা, কীভাবে হচ্ছে, কারা তাদের সহযোগিতা করছে, বড় কোনো অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করার চেষ্টা করছে কিনা নিরাপত্তা বা গোয়েন্দা বাহিনীকে তাদের পেছনে লেগে থাকতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিপক্ষেও অনেক রাজনীতিক রয়েছেন। তারা জঙ্গিদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতাও করে। সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়