শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযুক্তির কারণে ঝুঁকিতে বিশ্বের ১৮ কোটি নারীর চাকরি !

লিহান লিমা: অটোমেশনের মত নতুন প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বব্যাপী ১৮ কোটি নারীর চাকরি ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্র তহবিল-আইএমএফ। এই সময় বৈশ্বিক এই আর্থিক সংস্থাটি নারী নেতৃত্বের বিকাশ, নারীদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গ বৈষম্য হ্রাসের আহ্বান জানায়।

ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক ও আইএমএফ এর যৌথ বার্ষিক প্রতিবেদনে উঠে আসে, ‘সাইপ্রাস ও সিঙ্গাপুরের মতো বিশ্বের ৩০ দেশের নারীরা ব্যাপকভাবে চাকরি হারাবেন। এই দেশগুলোতে ২ কোটি ৬০ লাখ নারী চাকরি হারাতে পারেন। এর মধ্যে ২৮টিই অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এর সদস্য। এই ৩০টি দেশে বর্তমানে ব্যবহৃত প্রযুক্তি আগামী দুই দশকের ১০ ভাগ নারী ও পুরুষের চাকরিখাতকে ঝুঁকির মুখে ফেলবে ও কর্মক্ষেত্রের ৭০ভাগেরও বেশি অটোমেটেডের আওতায় যাবে।’

প্রতিবেদনে উঠে আসে, পুরুষের তুলনায় অটোমেশনের ফলে নারীর চাকরিখাত বেশি ঝুঁকিতে পড়বে। কিছুটা কম শিক্ষিত ও বয়স্ক নারী কর্মী, যারা দাপ্তরিক, সেবা এবং বিক্রির দায়িত্বে আছেন তাদের কাজ অটোমেশন নিয়ে নেবে। পুরুষদের ক্ষেত্রে এই ঝুঁকির হার ৯ ভাগ যেখানে নারীদের ১১ ভাগ। আইএফ জানায়, আমাদের পরিসংখ্যানে উঠে আসে, কিছু রুটিন দায়িত্ব অটোমেশনের আওতায় চলে যাওয়ায় বিশ্বজুড়ে মোট ১৮ লাখ নারীর চাকরি উচ্চ ঝুঁকির মুখে পড়বে।

আইএমএফ জানায়, ডিজিটাল প্রযুক্তির এই যুগে নারীরা সাধারণত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবার মত কর্মক্ষেত্রগুলোর সঙ্গে জড়িত, যা অটোমেশন প্রযুক্তি করতে সক্ষম। এই পরিস্থিতি থেকে বের হতে হলে ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তিখাতে প্রভাব বিস্তারসহ নারীদের নেতৃত্বপূর্ণ অবস্থান তৈরি অপরির্যাহ। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়