শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পোলার্ড-ব্রাভো

স্পোর্টস ডেস্ক: প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ফরম্যাটে খেলতে যাচ্ছেন ড্যারেন ব্রাভো। তার সঙ্গে এক বছর পর উইন্ডিজ টি-টোয়েন্টি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাকা হয়েছে এ দুই তারকা ক্রিকেটারকে।

ব্রাভো ও পোলার্ড ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে আসলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে না বলে দিয়েছেন ক্রিস গেইল। ভারতের পর বাংলাদেশের বিপক্ষেও সীমিত ওভারে গেইলের না থাকার কথা এক বার্তায় জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

বর্তমানে আফগান প্রিমিয়ার লিগে খেলছেন গেইল। এরপর টি-টেন লিগে খেলবেন তিনি। তবে ভারত ও বাংলাদেশ সফর মিস করলেও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য গেইল প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে সিডব্লিউআই। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড দল। ঘরের মাঠের ওই সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের জন্যও বিবেচনা করা হচ্ছে তারকা ক্রিকেটার গেইলকে।

ব্রাভো ও পোলার্ডের সঙ্গে ভারতের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। তবে ইনজুরির কারণে ৫০ ওভারের ক্রিকেটের দলে নেওয়া হয়নি তাকে।

বোর্ডের সঙ্গে নানা ঝামেলার কারণে উইন্ডিজ শিবির থেকে দীর্ঘ দিন বাইরে ছিলেন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ডরা। তবে আগামী বছর বিশ্বকাপকে কেন্দ্র করে এসব বড় প্রোফাইলের তারকাদের আবারো দলে সুযোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

ভারতের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দল:

কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমায়ের, এভিন লুইস, ওবেড ম্যাককয়, খারি পিয়েরি, কাইরন পোলার্ড, রভম্যান পুয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, সিরফান রাদাফোর্ড, ওশানে থমাস। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়