শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ অক্টোবর অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের

জাফরুল অালম : ডিজিটাল নিরাপত্তা অাইন বাতিলের দাবিতে আগামী ১১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) সভাপতি রুহুল অামিন গাজী।

শনিবার দুপুরে (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল অাইন বাতিলের দাবিতে' বিক্ষোভ সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, অাইনটিতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এবং সেটা দ্রুত কার্যকর হবে। অাইনটি পাশের ব্যাপারে তিনি বলেন, কয়েকজন ব্যক্তির জেদের কারণে এই কালো অাইন পাশ হয়েছে। তাই একমাত্র অান্দোনের মাধ্যমেই এটা বাতিল করতে হবে।

রুহুল অামীন গাজী বলেন, ডিজিটাল অাইনের বিরুদ্ধে শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই অাইনের বিরুদ্ধে কথা বলেছেন। এটি মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করার অাইন। তাই সমগ্র সাংবাদিক নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার অাহ্বান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী এই অাইনের সমালোচনা করে বলেন, সরকার অাইনটির মাধ্যমে সাংবাদিকদের মুখবন্ধ করে দিয়েছেন। অাইনটি পাশের ফলে সাংবাদিকদের সত্যপ্রকাশে হাত বাঁধা হয়ে থাকবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন অায়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব এম অাবদুল্লাহ্, সহ-সভাপতি নুরুল অামিন রোকন, মোদাব্বর হোসেন, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াছ খান, জনকল্যাণ সম্পাদক খন্দকার অালমগীর হোসেন প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়