শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ কোটি ডলার খোয়া যায়নি : বলল লাইবেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক

শাশ^ত জামান: জনগণের বিক্ষোভের মুখে লাইবেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক (সিবিএল) ভল্ট থেকে ১০ কোটি ডলার খোয়া যাওয়ার কথা অস্বীকার করেছে।

সিবিএল-এর গভর্নর নাথানিয়েল প্যাট্রেই জানিয়েছেন, ‘একটি আভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গেছে, ২০১৬ থেকে ২০১৮ এর মধ্যে সুইডেনে মুদ্রিত অর্থ ফিরিয়ে এনে ব্যাংকের ভল্টে রাখা হয়েছে।’

বিবৃতিতে প্যাট্রেই জানান, ‘সিবিএল-এর কোনো রেকর্ড নেই যে তার অধীনে মুদ্রিত মুদ্রাগুলো এখনো ভল্টে সরবরাহ করা হয়নি।’
প্যাট্রেই আরো অনুরোধ করেন, লাইবেরিয়ান সরকার যেন নির্দিষ্ট কয়েকজন ব্যাংক কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যারা এই আভ্যন্তরীণ তদন্তের বিরোধীতা করেছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রায় ৩০ জন কেন্দ্রীয় কর্মকর্তা এই তদন্তের বিরোধীতা করেছিল।

এর আগে লাইবেরিয়ার জনগণ, ‘আমাদের অর্থ ফিরিয়ে আনো’ শ্লোগানে রাজধানী মোনাভিরার রাস্তায় বিক্ষোভ করে এবং আভ্যন্তরীণ তদন্তের দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা প্রতিবাদ জানায় এবং প্রচারাভিযান চালায়। তখন লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়াহ কেন্দ্রীয় ব্যাংককে তদন্তের আদেশ দেন এবং বলেন, ‘ঘটনার যথাযত কারণ নির্ণয় না করা পর্যন্ত তদন্ত চলবে।’ সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়