শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৮, ০৬:৪২ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০১৮, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত শুরুর আনন্দ বাংলাদেশ কোচের

স্পোর্টস ডেস্ক : জিতলেই সেমিফাইনাল, গোল গড়েও এগিয়ে থাকতে হবে এবং শুরুটা করতে হবে দারুণ- এই লক্ষ্যে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। মার্জিয়া-আঁখিদের কাছে সব চাওয়া পূরণ হওয়ায় সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন।

পাকিস্তানের বিপক্ষে রবিবার ১৭-০ গোলের অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সিরাত জাহান স্বপ্না ও মার্জিয়ার হ্যাটট্রিকে পাওয়া এই জয় এখন শিরোপা অর্জনের আত্মবিশ্বাস জোগাচ্ছে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী বলেন, ‘জিতলেই সেমিফাইনাল, সেটা মাথায় রেখে আমরা ম্যাচ খেলতে নেমেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল গোল গড় বাড়িয়ে নেওয়ার। যতটা সম্ভব বেশি গোল করার। দারুণ শুরু চেয়েছিলাম আমরা প্রথম ম্যাচেই।’

স্বপ্না ও মার্জিয়া মিলে করেছেন ১১ গোলমেয়েদের কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘মেয়েরা তাদের শতভাগ দিয়ে খেলেছে। আমাদের যা পরিকল্পনা ছিল সব সফল করেছে তারা। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।’

মঙ্গলবার নেপালের বিপক্ষেও জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। গোলাম রব্বানী বলেছেন, ‘আমাদের পরের ম্যাচ নেপাল। তারা ভালো দল। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই তাদের বিপক্ষে নামব এবং জয়ের জন্য খেলব।’

দলের হয়ে সর্বোচ্চ ৭ গোল করা ফরোয়ার্ড স্বপ্নাও জানালেন সেই কথা, ‘এই ম্যাচে আমরা আরও গোল পেতে পারতাম। কিন্তু সুযোগ নষ্ট করেছি। পরের ম্যাচে নেপালের বিপক্ষে আমরা জয়ের জন্যই খেলব।’ - বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়