শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয় আর চিন্তা নিয়ে স্বাধীনতা উপভোগ করা যায় না

গোলাম মাওলা রনি : ডিজিটাল নিরাপত্তা আইনটি আসলে ভালো হয়নি। সরকারের শাসন ক্ষমতায় থাকা অবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে অবিশ^াস করা আর দ্বিতীয়ত জনগণের উচ্ছশৃঙ্খলতা। এই নতুন আইনের মাধ্যমে দুটো দিক ফুটে উঠেছে।

সরকার জনগণকে বিশ^াস করছে না অথবা সরকার যদি সঠিক থাকতো তাহলে জনগণ অসভ্য হয়ে যেতো না। অসভ্য জনগণের জন্য, যে অসভ্য একটি আইন দরকার, নিষ্ঠুর একটি আইন দরকার, সেটি হলো নতুন ডিজিটাল নিরাপত্তা আইন। সভ্য জনগণ, ভালো জনগণ, ভদ্র জনগণের জন্য এই আইন প্রযোজ্য নয়।

এই আইনের মাধ্যমে দুটো জিনিস বোঝা যায়।

এক. সরকার জনগণকে বিশ^াস করছে না। দুই. সরকার মনে করছে জনগণ অসভ্য হয়ে গেছে এদের জন্য কোনো সভ্য আইন করলে হবে না। নিষ্ঠুর আইন লাগবে। অথবা জনগণ সত্যিকার অর্থে খারাপ হয়ে গেছে বলে, এই মুহুর্তে এরকম একটা আইন খুবই জরুরি হয়ে পড়েছে। তাই নতুন ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে।

আমি মনে করি যেহেতু আমরা একটি উন্নত দেশের দিকে এগোচ্ছি। তারপরে আমরা সভ্যতার পথে এগোবো। উন্নতির পক্ষে এগোবো, সেখানে যদি এরকম একটি আইন আমাদের সামনে বা আগে-পিছে থাকে। ফলে যেকোনো মানুষের মনে ভয় থাকে চিন্তা থাকে । ভয় আর চিন্তা নিয়ে কখনও স্বাধীনতা উপভোগ করা যায় না। কখনও উন্নয়ন উপভোগ করা যায় না। কখনো সুন্দরভাবে হাসা যায় না। এই বিষয়গুলোর পথে, প্রগতিশীলতার পথে, উন্নয়নের পথে, সুখ ও শান্তির পথে এই আইন একটি বাধা। পরিচিতি : সাবেক সংসদ ও রাজনৈতিক বিশ্লেষক/মতামত গ্রহণ : মো.এনামুল হক এনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়