শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো উদ্বোধন হলো অটো বিলিং গ্যাস ফিলিং স্টেশন

স্বপ্না চক্রবর্তী : দেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো অটো বিলিং গ্যাস ফিলিং স্টেশন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এটির উদ্বোধন করেন।

রোববার রাজধানীর মতিঝিলে অটো বিলিং সিস্টেমসহ অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধনের নসরুল হামিদ বলেন, অটো বিলিং সিস্টেম চালুর মাধ্যমে এই প্রথম সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা আসছে। এখন থেকে নতুন করে যেসব স্টেশন নির্মাণ করা হবে সেগুলোতেও অটো বিলিং সিস্টেম করার কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশে আগামী দিনের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম হবে ইলেকট্রনিক যানবাহন। এ লক্ষ্যে ইলেকট্রনিক চার্জিং স্টেশন করার কাজ চলছে।

মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট যৌথভাবে অটোবিলিং সিষ্টেমসহ এ স্টেশনটি নির্মিত এ স্টেশন উদ্বোধন কালে নসরুল হামিদ জানান, সিএনজি ও পেট্রোল-অকটেনের পাশাপাশি অটোগ্যাস (এলপিজি) জ্বালানি হিসেবে থাকবে। ইলেকট্রনিক যানবাহনও দিনে দিনে জনপ্রিয় হবে।

এসময় মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লা খালেদ জানান, এই ফিলিং স্টেশনে অটোগ্যাস নেওয়ার সময় অটো স্লিপে বিলিং এর জন্য একটি ডিস্পেন্সিং ইউনিট স্থাপন করা হয়। ইতালির তৈরি এই ডিসপেন্সিং ইউনিটের দাম ১২ লাখ টাকা। এই ফিলিং স্টেশনের অটো গ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৫০ টাকা। গাড়িগুলোয় এই গ্যাস ব্যবহার করতে কনভারশন করতে হবে।এর খরচও খুব বেশি নয় জানিয়ে এসময় উপস্থিত মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ খালেদ বলেন, এখন পর্যন্ত ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন আছে। অটোগ্যাস সিএনজির চেয়ে নিরাপদ। তাই এই গ্যাসের ব্যবহার বাড়াতে হবে।

এ সময় অন্যদের আরও উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম, মেঘনা পেট্রোলিয়ামের পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়