শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন ঠেকাতে ১০ হাজার বালুর বস্তা নিক্ষেপ

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীর অব্যহত ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেন সাধারন মানুষ। এ ভাঙ্গন ঠেকাতে ১০ হাজার বালুর বস্তা ভাঙ্গল কবলিত স্থানে নিক্ষেপ করেছেন উপজেলা প্রশাসন।

আজ রোববার সকাল থেকে উপজেলার পূর্বএনায়েতনগর এলাকার আলীপুর-মোল্লারহাটের ভাঙ্গন কবলিত স্থানে এ সকল বস্তা ফেলানো হয়েছে।

জানাগেছে, আড়িয়াল খাঁ নদীর অব্যহত ভাঙ্গনের কবলে পড়ে আলীপুর-মোল্লারহাট গ্রামের জসিম রাড়ি, এছাহাক বেপারী, আশ্রাফুল ফকির ও আবু তাহের ফকিরসহ প্রায় অর্ধশত গ্রামবাসীর বসতঘর এবং কয়েক একর ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। এবং অনেকে নদী ভাঙ্গন থেকে বাঁচতে তাদের বাড়ি-ঘড় অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যান।

এদিকে ওই এলাকার নদী ভাঙ্গনের ঝুকিতে রয়েছেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর দাখিল মাদ্রাসা, আলীপুর হাফিজিয়া মাদ্রাসা, আলীপুর উচ্চ বিদ্যালয়, আলীপুর জামে মসজিদ ও আলীপুর -মোল্লারহাট বাজারসহ প্রায় শতাধিক বসতবাড়ি। তাই এ রাক্ষশী নদের ভাঙ্গন ঠেকাতে কালকিনি উপজেলা প্রশাসনের নিজ উদ্যোগে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তার ধারাবাহিকতায় ভাঙ্গন কবলিতস্থানে ১০ হাজার বালুর বস্তা ফেলে প্রতিরোধের ব্যবস্থা করা হয়।

ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দা আবদুল আজিজ মোল্লা ও শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেনসহ বেশ কয়েকজন বলেন, আমাদের এলাকায় বেশ কয়েক দিনের নদী ভাঙ্গনে অনেকের বারিঘড় বিলিন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা ভাঙ্গন ঠেকাতে বালুর বস্তা ফেলানোর ব্যবস্থা করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে বালুর বস্তা ফেলানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়