শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৭ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

সরেজমিনে দেখা গেছে, নিরাপদ সড়কের দাবিতে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত নানা সচেতনতামূলক বক্তব্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ ময়েজউদ্দিন সড়কের এক পাশে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এ সময় তাদের সাথে এসে যোগ দেয় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও পথচারী। সড়কে আধা ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরে যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, এটা সরকারি জনসচেতনতামূলক কর্মসূচি। আর এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আধা ঘন্টা অবস্থান নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়