শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫০ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে টপকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রশিদ খান

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপটি খুব একটা ভালো যায়নি বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। বল হাতে ৪ উইকেট নিলেও ব্যাট হাতে ৪ ম্যাচে করতে পেরেছেন মাত্র ৪৯ রান। যার ফলে হাতছাড়া হয়েছে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান।

সাকিবকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। জাদুকরী লেগস্পিনের সাথে কার্যকরী ব্যাটিংয়ের ফলেই ৬ ধাপ এগিয়ে এক নম্বর স্থানটা নিজের করে নিয়েছেন রশিদ।
এশিয়া কাপ শুরুর আগে র‌্যাংকিংয়ের সাত নম্বর স্থানে ছিলেন রশিদ। সাকিবের ব্যর্থতা এবং নিজের সফলতায় এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং এখন ৩৪১।
রশিদের মতোই এগিয়েছেন তার স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নাবী। এক ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন অফস্পিনিং এ অলরাউন্ডার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৭। চার নম্বরে রয়েছেন মিচেল স্যান্টনার ও পাঁচে অবস্থান করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এদিকে ব্যাটিং র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬ নম্বর স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম। বোলিং র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়