শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিতে রেকর্ড কেজরিওয়ালের মন্ত্রীদের

শেখ নাঈমা জাবীন : ভারতের দিল্লি রাজ্যে কেজরিওয়াল ক্ষমতায় আসেন দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার জিকির তুলে। কিন্তু তার আমলেই দুর্নীতির অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। জানা গেছে, এই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধে ২০১৭ সালে সর্বাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
একমাত্র কেজরিওয়ালের মন্ত্রীদের বিরুদ্ধেই ২৪টি অভিযোগ এসেছে লোকযুক্ত নামের জবাবদিহি শীর্ষক সংগঠণের কাছে। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নামও ছিল। আর সময়কাল হল সাড়ে তিন বছর।

কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর ১৭ জুলাই পর্যন্ত মন্ত্রীদের বিরুদ্ধে যে অভিযোগ আসে তার মধ্যে ১১টি অভিযোগ ২০১৭ সালের। হিন্দু পত্রিকা তথ্য অধিকার আইনের আওতায় জবাবদিহি প্রতিষ্ঠাণকে এ ব্যাপারে জানতে চাইলে তারা উপরোক্ত তথ্য দেয়।
২০০৮ সাল ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের শেষতক দিল্লি রাজ্য সরকারের ক্ষমতায় ছিল শীলা দিক্ষীতের সরকার। সেই সময় তার মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল ৩৪টি। এর মধ্যে ২০১২ সালে মন্ত্রীদের বিরুদ্ধে সর্বাধিক ৯টি মামলা হয়। ২০০৮ সাল থেকে গত ৩১ জুলাই পর্যন্ত মন্ত্রীদের বিরুদ্ধে যে ৫৬টি অভিযোগ এসেছে তার মধ্যে ৪৭টি খারিজ হয় এবং ৯টি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এদিকে দুর্নীতির অভিযোগে মন্ত্রীসভা থেকে বাদ পড়ার পর মিশ্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তার অভিযোগ, কেজরিওয়াল নিয়মিত ঘুষ নেন। তিনি ২/৩টি মন্ত্রণালয় এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছ থেকে ঘুষ নেন বলে মিশ্র অভিযোগ করেন। চলতি বছরের শুরুতে কেজরিওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়। -দ্যা হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়