শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় ৫ম বারের মতো চ্যাম্পিয়ন র‌্যাব

সুজন কৈরী: বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে র‌্যাব।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত প্রতিযোগিতাটি রাজধানীর গুলশান শূটিং ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট বা সংস্থা ও র‌্যাবের সদস্যরা অংশগ্রহণ করে।

ফায়ারিং প্রতিযোগিতায় ১০মিটার .১৭৭ এয়ার রাইফেল ওপেন, ২৫ মিটার .২২ বোর পিস্তল, ১০ মিটার .১৭৭ পিস্তল এবং ৫০ মিটার .২২ রাইফেল ৩টি শ্রেনীতে ফায়ারাররা প্রতিযোগিতায় অবতীর্ণ হন। এতে আইজিপি কাপে ৩০০ পয়েন্টের মধ্যে সর্বমোট ২৩৩ পয়েন্ট পেয়ে র‌্যাব ফোর্সেস ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২১৬ পয়েন্ট নিয়ে এস.বি রানার আপ হয়।

এর আগে ২০১৬ সালে টানা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায়, চ্যাম্পিয়ন ট্রফিটি পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর কাছ থেকে স্থায়ীভাবে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী র‌্যাব টিমের সদস্যরা হলেন- র‌্যাব সদর দপ্তরের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্ণেল সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন) মেজর সাহল আহমেদ নোবেল এবং উপ-পরিচালক (অপারেশনস্ উইং) মেজর এসএম সুদীপ্ত শাহীন। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআইজি আফজাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়